Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাজার মনিটরিং
বিস্তারিত
বরিশাল বিভাগীয় ও জেলা জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান। বরিশাল মহানগরীতে ০২ টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা। ১৯.০৯.২০২০ তারিখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) জনাব বাবলু কুমার সাহা স্যারের সার্বিক নির্দেশনায় বরিশাল বিভাগীয় কার্যালয় এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক বরিশাল মহানগরীর পিঁয়াজ পট্টি, নথুল্লাবাদ এলাকা, নতুন বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করায় শরীফ বেকারীকে ৬,০০০/- টাকা, পণ্যের মোড়কে উৎপাদন, মেয়াদের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় বাজার সদায় ডট কমকে ৬,০০০/- টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ করা হয়।অভিযান চলাকালে চাল, ডাল, আটা, পিঁয়াজ,রসুন,আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য তদারকি করা হয়। পিঁয়াজের আড়ৎ সমূহ তদারকি করে দেখা যায় ভারতীয় পিঁয়াজ পাইকারী ৬০-৬২ টাকা এবং দেশী পিঁয়াজ ৬৫-৬৮ টাকা দামে বিক্রয় করতে দেখা যায়। খুচরা বাজারে ভারতীয় পিঁয়াজ ৬৮-৭০টাকা এবং দেশি পিঁয়াজ ৭৫-৮০ টাকা দামে বিক্রয় করতে দেখা যায়।ক্রয় ভাউচার পরিবীক্ষণ করে পিঁয়াজ বিক্রয়ে কোন গরমিল পরিলক্ষিত হয়নি। ব্যবসায়ীরা জানান সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের কারণে অচিরেই পিঁয়াজের বাজার মূল্য পূর্বের অবস্থায় ফিরে আসবে। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করার পাশাপাশি পিঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকার বিষয়ে তথ্য প্রদান করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং যৌক্তিক দামে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশালের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/09/2020
আর্কাইভ তারিখ
01/02/2021